ব্যাচেলর পয়েন্ট: নাটক নয় যেন তরুণ প্রজন্মের প্রতিচ্ছবি

ব্যাচেলর পয়েন্ট

ব্যাচেলর পয়েন্ট 

ব্যাচলর পয়েন্ট তরুণ প্রজন্মের বিশেষ করে যারা ব্যাচেলর হিসেবে বিভিন্ন মেস বাসায় বসবাস করেন তাদের জীবনকহিনী নিয়ে কাজল আরেফিন অমির নির্মিত অসাধারন সৃষ্ঠি।  ব্যাচেলর পয়েন্ট এর ৪টি সিজন শেষে আবারো প্রায় আড়াই বছর পর শুরু হতে যাচ্ছে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটি জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষারত থাকতো। সপ্তাহে দুইদিন নাটকটি দেখানো হতো। মেসে অবস্থানকারী তুরুণদের এই জনপ্রিয় নাটকটির অতি শীঘ্রই পঞ্চম সিজন শুরু হতে যাচ্ছে মর্মে নির্মাতা কাজল আরেফিন অমি ঘোষণা করেছেন। খুব দ্রুত সময়ের মধ্যে নতুন গল্প ও চরিত্রের সমন্বয়ে দর্শকদের বিনোদন দিতে যাচ্ছে এই নাটকটি।

 

নাটকটি শুরুর ইতিহাস

মূলত ২০১৭ সালে নাটকটির যাত্রা শুরু হয়। নাটকটির মোট ৪টি সিজন রয়েছে, যার মধ্যে ৩১৮টি পর্ব সম্প্রচারিত হয়েছে। সিজন ১ থেকে ৪ পর্যন্ত নাটকটি চ্যানেল নাইন, বাংলাভিশন এবং ধ্রুব টিভিতে প্রচারিত হয়েছে  নাটকটি এত কম সময়েই মধ্যে তরুণ প্রজন্মের মনে স্থান করে নেবে তা ভাবায় যায়নি। ঢাকায় ব্যাচেলর মেসে ছাত্র, বেকার ও হাস্যকৌতুক চরিত্রের সমম্বয়ে সৃষ্টি করা হয়েছে নাটকটি  যেখানে ব্যাচেলর জীবনের হাসি-কান্না, বন্ধুত্ব-ভালোবাস,  সহযোগিতা ও সংগ্রামের কাহিনী নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিক নাটকটি। প্রতিটি চরিত্র যেন ব্যক্তির বাস্তব জীবনে প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবু (চাষী আলম), শুভ (মিশু সাব্বির) সহ আরও অনেকেই দর্শকদের মনে গভীর প্রতিধ্বনী সৃষ্টি করেছে।

 

চরিত্রসমূহ মনে করিয়ে দেয়া

কাবিলা – জিয়াউল হক পলাশ

শুভ – মিশু সাব্বির

হাবু – চাষী আলম

পাশা – মারজুক রাসেল

নাবিলা – সাবিলা নূর

নাফিসা – নাদিয়া আফরিন মিম

নিরালা – তানজিন তিশা

রিয়া – সাঞ্জানা সরকার রিয়া

 

সিজন– ৫: পুরনো মুখ, নতুন গল্প

পুরনো চরিত্রের সমন্বয়ে নতুন সিজনে প্রিয় চরিত্রগুলো  আবারো আসছে দর্শকদের মনোরঞ্জন দিতে । কাবিলা পাশা, হাবু, শিমুলসহ আরও অনেকেই থাকছেন নতুন গল্পে। তবে শুভ চরিত্রে অভিনয় করা মিশু সাব্বির বর্তমানে কানাডায় অবস্থান করায় সরাসরি উপস্থিত না থাকলেও, ভিডিওকলের মাধ্যমে নাটকে যুক্ত হবেন বলে জানিয়েছেন নির্মাতা।

সিজন এর প্রথম পর্ব: নতুন যাত্রার শুরু

সিজন ৫-এর প্রস্তুতিমূলক আপডেটসমূহ এবং টেইলার ইতোমধ্যেই ইউটিউবে প্রকাশিত হয়েছে। বিভিন্ন চরিত্রের সাথে কাজল আরেফিন অমিও হাস্যাত্বক কিছু  ইন্টারভিউ শেয়ার করেছেন। যেমন: বজরা বাজারে জাকির, হাবুর বিদেশ যাওয়া, শিমুলের মেকাপ বিষয়ে পাশার সাথে কথোপকোথন। এবার Boom Film Official নামক ইউটিউট চ্যানেলে সিজন-৫ দেখানো হবে বলে নির্মতা জানিয়েছেন। আশা করি নতুন সিজনের গল্প, চরিত্র ও হাস্যরসের সমন্বয়ে এটি দর্শকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। প্রেম-ভালোবাসা ও বন্ধুত্বের গল্প  নিয়ে সাজানো নতুন সিজন দর্শকদের আরও বেশি আনন্দ দিবে বলে নির্মাতা মনে করেন।

 

উপসংহার

ব্যাচেলর পয়েন্ট কে শুধু নাটক বললে ভুল হবে এটি যুব সমাজ বিশেষকরে তরুণ প্রজন্মের- যারা মেস বাড়িতে বসবাস করে তাদের জীবনেই বাস্তব প্রতিচ্ছবি। সিজন ৫-এর মাধ্যমে আবারও সেই গল্পগুলো জীবন্ত হয়ে উঠবে দর্শকদের সামনে। গেল।  জীবনের প্রতিচ্ছবি, যেখানে হাসি-কান্না, প্রেম-ভালোবাসা ও বন্ধুত্বের পরিরপূর্ণ নতুন সিজনের মাধ্যমে দর্শকদের জন্য আরও নতুন অভিজ্ঞতা ও আনন্দ প্রদান করতে সমর্থ হবে।

 

*** ফেচার ইমেজ: ছবিটি অনলাইন হতে সংগ্রগ করা হয়েছে। ছবির অওনারকে যথাযথ ক্রেডিট প্রদান করছি। 

 

নাটকটির ইউটিউব চ্যানেল লিংক: Boom Film Official

 

Be updated with all newspapers news of Domestic and Abroad from the site. It is your trusted source for the latest news and information. Breaking Headlines are highlighted in our site. We have to bring you important things in your life. Explore career opportunities with our job section. You can find updated job advertisement. It will help you go ahead of the trends with our exclusive features. Bdnewslink is your one-stop destination for reliable news. Browse our site anytime, anywhere, and never miss an update. Trust us to know your information and connected with the modern world. Stay tuned for real-time updates and enriches your store of knowledge. So let’s check it out!

 

 

Disclaimer:

We gather news and information from various sources to provide informative blog posts. Some content here incorporates information shared through various media in order to ensure that the public receives information from accurate sources.. We do not claim ownership of any copyrighted materials unless explicitly stated. If you are a copyright owner and believe that any content on this site infringes your rights, please do not issue a copyright strike. Instead, kindly contact us directly through our admin or support page. We are committed to addressing and resolving such matters promptly and respectfully.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn