বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য
গত ২৮ আগস্ট ২০২৪ তারিখ বাংলাদেশ চা বোর্ডে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৪ আবেদন করতে হবে নির্ধারিত ফরমে। নিয়োগ বিজ্ঞপ্তিটি https://teaboard.gov.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে। বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞিপ্তি অনুসারে ০৯ টি পদের বিপরীতে মোট ৪৮ জন লোক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে বাংলাদেশের যোগ্য ও প্রকৃত নাগরিক নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। ১৯ মে ২০২৪ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। যারা চা বোর্ডের ১৭ এপ্রিল ২০২৪ তারিখের ২৬.০৯.০০০০.১০১.১১.০১৯.২৪.৩৮১ নম্বর বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই মর্মে বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নির্ধারিক ফরম পুরণ করে আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মধ্যে ডাক যোগে আবেদন পৌছাতে হবে।
শিক্ষাগত যোগত্যা
১। সার্ভেয়ার– কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সাথে সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
২। স্টোর কীপার– স্নাতক ডিগ্রীসহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি, মনোহারী দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষাণাবেক্ষেণর অভিজ্ঞতা।
৩। হিসাব সহকারী-স্নাতক ডিগ্রী অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ। সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধীকার দেওয়া হবে।
৪। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর– ন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সাথে বাংলা ও ইংরেজী টাইপিং এ যথাক্রমে ১৫ ও ২০ শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
৫। গাড়ী চালক– কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে ভারী/মধ্যম/হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। কোন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকতে হবে।
৬। প্লাম্বার-প্লাম্বিং কাজে ট্রেড ও ভোকেশনাল কাজে অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াটার সাপ্লাই ও স্যানিটারী কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৭। অফিস সহায়ক– অস্টম শ্রেণি পাশ হতে হবে। সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৮। নিরাপত্তা প্রহরী– অস্টম শ্রেণি পাশ হতে হবে। সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৯। পরিচ্ছন্নতা কর্মী– অস্টম শ্রেণি পাশ হতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
আবেদন শুরু ও শেষের তারিখ
নির্ধারিত ফর্মে আবেদন ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ২৮ আগস্ট ২০২৪ তারিখ। আবেদন জমাদানের শেষ সময়সীমা ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ।
আবেদনের নিয়ম
অনলাইনে https://teaboard.gov.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজ করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করার পর আবেদন ডাকযোগে/কুরিয়ারে প্রেরণ করতে হবে।
এক নজরে নিয়োগের তথ্য সমূহ
বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি এর তথ্য সমূহ এক নজরে দেখুন।
নিয়োগকারী প্রতিষ্ঠান | বাংলাদেশ চা বোর্ড |
প্রতিষ্ঠানের ওয়েবসাইট | https://teaboard.gov.bd/ |
পদের নাম | নিয়োগ বিজ্ঞপ্তি দ্রষ্টব্য অথবা নিচে স্ক্রল করুন। |
পদ সংখ্যা | ৪৮ টি |
আবেদন শুরুর তারিখ | ২৮ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ |
আবেদনের শেষ তারিখ | ২৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ |
নিয়োগ বিজ্ঞপ্তি | Click Here |
বাংলাদেশ চা বোর্ড সর্ম্পকে তথ্য
ঢাকা বাংলাদেশ চা বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। পাকিস্তান টি অ্যাক্ট-১৯৫০ এর অধীনে ১৯৫১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান টি বোর্ড গঠন করা হয়। ১৯৫৯ সালের ০৮ আগস্ট পাকিস্তান টি অ্যাক্ট-১৯৫০ বাতিল করে টি বোর্ড পরিচালনার লক্ষ্যে চা অধ্যাদেশ ১৯৫৯ জারী করা হয়। ১৯৭৭ সালে চা অধ্যাদেশ-১৯৫৯ বাতিল করে চা অধ্যাদেশ -১৯৭৭ জারী করা হয় এবং এ অধ্যাদেশের অধীনে বাংলাদেশ চা বোর্ড প্রতিষ্ঠিত হয়। ০১ আগস্ট ২০১৬ তারিখে এক গেজেটের মাধ্যমে চা অধ্যাদেশ-১৯৭৭ রহিত করে সরকার চা আইন,২০১৬ জারী করেন। চা আইন, ২০১৬ অনুযায়ী বাংলাদেশ চা বোর্ড পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ চা বোর্ডের আওতাধীন দুটি প্রতিষ্ঠান হলো: ১। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) এবং ২। প্রকল্প উন্নয়ন ইউনিট (PDU)। কোন প্রতিষ্ঠানে নিয়োগ পেতে হলে ঐ প্রতিষ্ঠান সম্পর্কে জানা থাকা দরকার। নিয়োগকারী প্রতিষ্ঠান সম্পর্কে জেনে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করুন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের অনলাইন পত্রিকার লিংক সমূহ এক পেইজে পেতে আমাদের ওয়েবসাইটের All Newspaper সেকশন হতে ভিতরে প্রবেশ করে সকল পত্রিকা পড়তে পারবেন। সকল অনলাইন পত্রিকা, ই-পেপার, ম্যাগাজিন, টেলিভিশন নিউজ, চাকরীর বিজ্ঞপ্তি, প্রতিদিনের দৈনন্দিন ঘটনা, সরকারি চাকরীর বিভিন্ন পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ পেতে আমাদের সাইটের সাথে সংযুক্ত থাকুন। এটি একটি ওয়ানস্টপ সার্ভিস ওয়েবসাইট। আপনার কোন অভিযোগ, গঠনমূলক পরামর্শ এবং আমাদের ওয়েবসাইটে আপনার পত্রিকার লিংক সংযোক্ত করতে চাইলে যোগাযোগ করতে পারেন।
বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সুতরাং সে মোতাবেক প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে সফলতা সহজে ধরা দিবে। সরকারি চাকুরীর বিভিন্ন নিয়ম অথার্ৎ প্রস্তুতিমূলক একটি আর্টিকেল আমাদের সাইটে আপলোড করা আছে। পড়লে আশা করি উপকৃত হবেন। আমাদের সাথ যোগাযোগ করতে Contact Us পেইজের ই-মেইলে নক দিতে পারেন।
2 Responses
We are a large team of pentesters and we know how to cash out your company’s DATA. Yours 80% from the deal (from 10k$-200k$). Everything is absolutely safe and anonymous for the company employee. For further instructions, write to Telegram t.me/Faceless_Syndicate_bot
or use Tor domain
faceless4jrx2bbgc3wjxmdijpehu5czfcl7b3k3ui2vxjompmm6hbid.onion
It doesn’t matter what your job or position is; for our initial access, we need any corporate computer. This could be a computer at the reception desk, in the institute’s laboratory, in the logistics terminal, at a store checkout, at a checkpoint, or in a back room, as long as it belongs to a large organization’s network.
1. In first message fill out your company name, counntry and website address
2. If the company meets our requirements, we will contact you within a few days to discuss possible collaboration options in detail.
We are a large team of pentesters and we know how to cash out your company’s DATA. Yours 80% from the deal (from 10k$-200k$). Everything is absolutely safe and anonymous for the company employee. For further instructions, write to Telegram bot t.me/Faceless_Syndicate_bot