বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

নির্বাচন কমিশন

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বেপজায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন করা যাবে অনলাইনে। উক্ত নিয়োগে  http://ecs.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এতে ১৫ টি পদের বিপরীতে মোট ৩৬৯ জন লোক নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগে বাংলাদেশের নারী ও পুরুষ উভয় নাগরিক অনলাইনে আবেদন করতে পারবেন।  ৩১ অক্টোবর ২০২৪ তারিখ বেসামরিক প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যা, বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বসয়সীমা ১৮-৩২ বছর। সকল পদে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে।

শিক্ষাগত যোগত্যা

১। কম্পিউটার অপারেটর– কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
২। সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

৩। সাঁট-মুদ্রক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের
ডিগ্রি।
৪। ফিজিক্যাল ইন্সট্রাক্টর (পুরুষ ও মহিলা)- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন
সার্টিফিকেট প্রাপ্ত।
৫। উচ্চমান সহাকারী– কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৬। স্টোর কিপার– কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৭। হিসাব সহকারী– কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৮। চিকিৎসা সহকারী– কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে Medical Assistant Training Course সার্টিফিকেট
প্রাপ্ত।
৯। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক– কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।
১০। গাড়িচালক (হালকা)- কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১১। ডেসপাস রাইডার- কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।
১২। রেস্টহাউজ কেয়ারটেকার– কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।
১৩। অফিস সহায়ক– কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।
১৪। নিরাপত্তা প্রহরী– কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।
১৫। পরিচ্ছন্নতাকর্মী– কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদন শুরু ও শেষের তারিখ

অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ০১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ। আবেদন জমাদানের শেষ সময়সীমা ৩১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ তারিখ।

আবেদনের নিয়ম 

অনলাইনে http://ecs.teletalk.com.bd/ এই ওয়েবসাইটের মাধ্যমে ব্রাউজ করে যাবতীয় তথ্য প্রদান করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পূর্বে বার বার তথ্যগুলো যাচাই করবেন। আবেদন সাবমিট সম্পন্ন হলে একটি ইউজার আইডি প্রদান করা হবে যা ব্যবহার করে টেলিটক প্রিপেইড সীমের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। মনে রাখবেন ফি প্রদান করার পর কোন ভাবেই আর আবেদন সংশোধন বা বাতিল করা যাবে না। তাই অধিক সতর্কতার সাথে আবেদন ফরম পূরণ করুন।

এক নজরে নিয়োগের তথ্য সমূহ

 

নিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়
প্রতিষ্ঠানের ওয়েবসাইট https://www.ecs.gov.bd/
পদের নাম বিস্তারিত বিজ্ঞপ্তিতে অথবা নিচে স্ক্রল করুন।
পদ সংখ্যা ৩৬৯ টি
আবেদন শুরুর তারিখ ০১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ
আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ
আবেদনের লিংক http://ecs.teletalk.com.bd/
নিয়োগ বিজ্ঞপ্তি Click Here

 

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় সম্পর্কে তথ্য

বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত প্রতিষ্ঠান। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি মেয়র নির্বাচন, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশনের প্রধানকে প্রধান নির্বাচন কমিশনার বলা হয়ে থাকে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হল রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ, আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং আনুষঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন। দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল এ সংবিধান ও আইনের অধীন হবেন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

 

 

নির্বাচন কমিশন

 

দেশ-বিদেশের সকল খবর বিশেষ করে নিউজপেপার, ম্যাগিজন ও ই-পেপার সম্পর্কে জানতে ও এক সাথে এক পেইজে পড়তে আমাদের সাইট ভিজিট করুন।

যেকোন চাকরির খবর জানতে আমাদের ওয়েবসাইটের জব সেকশন ভিজিট করতে পারেন।

আমাদের সাইটে যেকোন সংবাদ পাত্রর লিংক এড করতে চাইলে যোগাযোগ করুন।

One Response

  1. Greetings from California! I’m bored to tears at work so I decided to
    check out your website on my iphone during lunch break.
    I love the knowledge you present here and can’t wait
    to take a look when I get home. I’m surprised at
    how quick your blog loaded on my mobile .. I’m not even using WIFI,
    just 3G .. Anyhow, superb blog!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
Twitter
LinkedIn